ভর্তি ফরম
আমার মাদরাসার মূল একাডেমিক শিক্ষাক্রম হলো ৭ বছর মেয়াদি পূর্ণাঙ্গ আলেম/আলেমা কোর্স। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ধাপে ধাপে কুরআন, হাদীস, ফিকহ, উসূল, আকীদা ও অন্যান্য দীনী ইলমে সুদৃঢ় ভিত্তির উপর গড়ে তোলা হয়। এই একাডেমিক প্রোগ্রামে ভর্তি হতে নিচের ফরমটি মনোযোগ সহকারে পূরণ করুন। ফরমটি একাধিক ধাপে বিভক্ত; প্রয়োজনে Sava & Continue তে ক্লিক করে পরে আবার সম্পন্ন করা যাবে।
"*" চিহ্নিত ঘরগুলো বাধ্যতামূলক।

