Back

‘‘মানুষের হিসাব-নিকাশের সময় ঘনিয়ে এসেছে অথচ তারা এখনও উদাসীনতার মধ্যে ডুবে আছে। (সূরা আম্বীয়া: ১)

আল কুরআন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকুতুহু।

ইতিমধ্যে দীর্ঘ একটি সময় অতিবাহিত হয়ে গিয়েছে। যে সময়টাতে দীনি ইলমকে সবার কাছে তুলে ধরার একটি সূবর্ণ সুযোগ ছিল। কিন্তু সময়, সাধ্য ও আল্লাহ তায়ালার তাওফীক না হওয়াতে করে উঠতে পারিনি। আল্লাহ তায়ালা এখন সুযোগ ও সাধ্য করে দিয়েছেন। তাই তাঁরই রহমত ও বরকতের আশা নিয়ে “আমার মাদরাসা”র নতুন এই পথ চলা শুরু করছি।

আমার মাদরাসা কী ও কেন?

“আমার মাদরাসা” একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সর্বস্তরের মানুষের কাছে দীনি শিক্ষার প্রচার-প্রসার ও একটি সুন্দর পৃথিবী বিনির্মানে অংশীদার হতে চায়। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানী ও কৃপায় এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ।

আমার মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য


প্রথম কথা_

একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনে নিজের সবক/পাঠটি কেবল একবারই শুনতে পায়। আর সেটা হয় ক্লাসে ও দরসে। ঐ সময়েই তাকে বিষয় গুলো ম্যামোরাইজড বা মুখস্থ করে নিতে হয়। কিন্তু যদি সে ক্লাসটি পূর্ণাঙ্গ না বুঝে থাকে। তাহলে ঐ বিষয়টি শিখতে তাকে বেশ বেগ পেতে হয়। অন্যের কাছে ধরনা দিতে হয়। 

যার কাছে বিষয়টি স্পষ্ট করবে সে হয়তো এক/দুইবার বলে দেয় কিন্তু পরবর্তীতে সে বিরক্ত হয়। এড়িয়ে চলার চেষ্টা করে। কেউ তো আবার বলেই দেয় না। আমরা মাদরাসায় যাকে كتمان العلم (জ্ঞানকে লুকিয়ে রাখা) বলে সম্বোধন করে থাকি।

বিষয়টি মাদরাসার গণ্ডিতে খুউবই সামান্য হলেও স্কুল-কলেজে এগুলো অত্যন্ত ভয়াবহরূপে বিদ্যমান। আমরা তো জানি যে সেখানে শিক্ষার্থীদেরকে টিউশনি পড়তে বাধ্য করতে স্বয়ং মাষ্টার মশাই ক্লাসে ভাল করে বুঝিয়ে পাঠদান করেন না। আর শুধুমাত্র এই বিষয়টি নিয়ে ভাবলেই বুঝা যায় যে স্কুল শিক্ষার্থীদের মাঝে كتمان العلم (জ্ঞানকে লুকিয়ে রাখা) এর বিষয়টির বাস্তবতা ও ভয়াবহতা কতটা গভীর।

“আমার মাদরাসা” এই বিষয়টির ইতি টেনে দেবার ইচ্ছা নিয়েই তার পথচলা শুরু করেছে। প্রাথমিকভাবে মাদরাসা শিক্ষাব্যবস্থাকে সহজলভ্য করে তোলার পরই জেনারেল শিক্ষাব্যবস্থাকে মুক্ত করার প্রয়াস সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ।

দ্বিতীয় কথা_

প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানেই দূর্বল ও সবল উভয় মানের শিক্ষক দ্বারাই পাঠ দান করা হয়। ফলে প্রতি বছর ২/১টি কিতাব ও সাবজেক্ট দূর্বল থেকে যায়। একজন মেধাবী শিক্ষার্থী তার পূর্ণ চেষ্টা ও মেহনত ব্যয় করার পরও সেই ২/১টি কিতাব ও সাবজেক্টের কারণে পরীক্ষায় আশানুরূপ ফলাফল বের করে আনতে পারে না।

“আমার মাদরাসা” এই গ্যাপটি তুলে দেয়ার ইচ্ছে রাখে। আল্লাহ তায়ালার ইচ্ছে হলে আমরা এ জন্যও কাজ করব।

তৃতীয় কথা_

যদি কোন শিক্ষার্থী অর্থের অভাব, মেধার দূর্বলতা কিংবা অন্য কোন কারণে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কিংবা শহরের কোন ছোট প্রতিষ্ঠানে অধ্যয়ন অব্যহত রাখে তাহলে সে যেন তার স্থানে থেকেই দেশের সবচেয়ে উন্নত ক্লাস ও দরসগুলো শুনতে পারে। দেখতে পারে। শিখতে পারে। অর্থের অভাব কিংবা মেধার দূর্বলতা যেন তাকে হারিয়ে দিতে না পারে। সেও যেন মেহনত ও চেষ্টার মাধ্যমে শিক্ষার সর্বোচ্চ স্বাদ গ্রহণ করতে পারে।

“আমার মাদরাসা” এই লক্ষ্যেও কাজ করবে ইনশাআল্লাহ।

চতুর্থ কথা_

শিক্ষাকে নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে না ফেলে বরং তাকে সবসময়ের জন্য উন্মুক্ত করে দেয়া। কোন ব্যক্তিকে কোরআনে কারীম শিখতে হলে নির্দিষ্ট সময়েই শিখতে হবে। নির্দিষ্ট স্থানেই যেতে হবে। নির্দিষ্ট ব্যক্তির কাছেই উপস্থিত হতে হবে। এই সীমাবদ্ধতাকে তুলে দেয়াও “আমার মাদরাসা”র অন্যতম একটি ইচ্ছা।

আল্লাহ তায়ালার রহমত ও বরকত শামেলে হাল হলে ইনশাআল্লাহ এই বিষয়টি নিয়েও আমরা কাজ করব।

পঞ্চম কথা_

আমাদের সমাজে উঁচু শ্রেণী ও নিচু শ্রেণীর একটি দেয়াল/বৈষম্য বিদ্যমান আছে। অনেক শিক্ষিত, উচ্চপদস্থ, ও পদ-পদবীর অধিকারী লোকই আছেন যারা লাজ-লজ্জার ভয়ে আলেমদের কাছে এসে কোরআন শিখতে কিংবা কোন হাদীসের অস্পষ্ট বিষয়টি জেনে নিতে কুণ্ঠাবোধ করেন। তারাও যেন নিজের প্রাইভেসি গোপন করে ইলমে দীন ও দীনের যে কোন বিষয় নিরবে নিয়ে পড়ালেখা করতে পারেন।

এতে করে একটা সময় তিনি নিজ থেকেই আল্লাহ তায়ালার সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হবেন। “আমার মাদরাসা” এই লক্ষ্য বাস্তবায়নের জন্যও কাজ করবে ইনশাআল্লাহ।

ষষ্ঠ কথা_

বর্তমানে বাংলাদেশে কয়েকটি ধারার শিক্ষাব্যবস্থা রয়েছে। আমার মাদরাসা একটি “একমুখী শিক্ষাধারার” স্বপ্ন দেখে। যে শিক্ষা ব্যবস্থা থেকে যেমনিভাবে প্রজ্ঞাবান আলেমের জন্ম হবে। তেমনিভাবে আল্লাহ তায়ালার বিশাল মহাশূণ্যর অজানাকে জানার মত বিদগ্ধ জ্ঞানীও তৈরী হবে।

কিন্তু যে কেউ সেই বিজ্ঞানীকে দেখলে, তার সাথে কিছু সময় কাটালে, অল্পকিছু বাক্য বিনিময় করলেই হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিবিম্ব উপস্থিতি উপলব্ধি করবে ইনশাআল্লাহ।

সপ্তম কথা_

“আমার মাদরাসা” শিক্ষার সাথে সাথে তা প্রতিটি শিক্ষার্থীর জীবনে বাস্তবায়ন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা অব্যহত রাখবে। যেন সারা পৃথিবীর মানুষ আকীদা-বিশ্বাসে, ঈমান-আমলে, মুআ’মালা-মুআ’শারাতে, ও আদবে আখলাকে।   রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রকৃত অনুসারী হয়ে যায়।

শেষ কথা_

“আমার মাদরাসা”র এই স্বপ্ন বাস্তবায়নে ‌আল্লাহ তায়ালাই একমাত্র ভরসা। আর তিনিই ভরসার একমাত্র উপযুক্ত আশ্রয়স্থল। তদুপরি আপনারা সকলে “আমার মাদরাসা”র সাথে থাকবেন ও দোয়া করবেন। “আমার মাদরাসা” আপনাদের প্রতি এই প্রত্যশাই রাখে। মহান আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন আমীন।

1
কোর্সসমূহ
1
তুলাবায়ে কেরাম
1
আসাতিযায়ে কেরাম
1
সনদ বিতরণ

যাদের পরিচালনায় আজকের "আমার মাদরাসা"

একের বোঝা দশের লাঠি।

Md Rafiqul Islam
রফিকুল ইসলাম
প্রতিষ্ঠাতা
শিঘ্রই আসছেন...
শিঘ্রই আসছেন...
শিঘ্রই আসছেন...
শিঘ্রই আসছেন...