দীনী ইলমের সুবাস সর্বত্র ছড়িয়ে দিতে অবদান রাখুন।
আপনি একজন প্রশিক্ষক হিসেবে যুক্ত হওয়ার মধ্য দিয়ে অর্জন করতে পারেন অফুরন্ত এক সম্ভাবনা। প্রশিক্ষনের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী যেমন উপকৃত হবেন। ঠিক তেমনি আপনিও পূণ্যের সাথে সাথে আর্থিকভাবে লাভবান হতে পারবেন। তাই আর কোন সময়ক্ষেপন না করে আজই “আমার মাদরাসার” একজন প্রশিক্ষক হিসেবে জয়েন করুন।
কেন শিক্ষক হিসেবে যুক্ত হবেন?
দীর্ঘ দিনের একটি সমস্যা হলো- তালিবুল ইলম ভাইয়েরা দরসে বসেন, আলোচনা শোনেন কিন্তু পরবর্তীতে উস্তাদের ঐ আলোচনা আর খুজে পান না। এমনকি যেই উস্তাদ আলোচনাটি করেছিলেন তিনিও দরসের কোন কোন বিষয়বস্তু মনে করতে পারেন না। এতে করে শিক্ষার্থীরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করেন।
তাই “আমার মাদরাসা” স্বপ্ন দেখছে শিক্ষার্থী ভাইদেরকে “রেকর্ডেড দরস” প্রদান করার। এতে করে যেমন কোন শিক্ষককে একটি বিষয় নিয়ে দীর্ঘ সময় পরে থাকতে হবে না। ঠিক তেমনি শিক্ষার্থীবৃন্দও দরসের কোন আলোচনা হারিয়ে ফেলবেন না। বরং ভবিষ্যতে যখনই প্রয়োজন দেখা দিবে সে পূর্বের দরস থেকে পূর্ণ উপকার হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ।
সুতরাং এই প্রচেষ্টায় আপনার-আমার সকলের অংশ গ্রহণ করা জরুরী। তাই আসুন, আমরা যে যার জায়গা থেকে “রেকর্ডেড ভিডিওর” মাধ্যমে শেখানো শুরু করি।

